প্রকাশিত: Thu, Feb 23, 2023 2:03 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:03 PM

বাংলাদেশের লেখক, বুদ্ধিজীবীরা স্বাধীন হইছেন, পশ্চিমবঙ্গের লেখক-বুদ্ধিজীবীদের নিজেদের মতো থাকতেন দিন!

ব্রাত্য রাইসু : এখনো যে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং লেখকেরা পশ্চিমবঙ্গের লেখক-বুদ্ধিজীবীদের কাছ থিকা যথাযথ ব্যবহারের নামে স্বীকৃতি আশা করেন, এইটা সমস্যাজনক। আপনারা অনেকদিন হইল নিজেদের মতো আছেন, লিখতেছেন, আগের জমানার মতো পশ্চিমবঙ্গের ভাষা ও ভঙ্গির কপি পেস্ট ব্যাপারটা আর নাই। অর্থাৎ স্বাধীন হইছেন আপনারা। এখন ওনাদের ওনাদের মতো স্বাধীন থাকতে দিন। যদি ওনারা আপনাদের অবজ্ঞাও করে, সেইটা যদি আপনাদের গায়ে লাগে, তার অর্থ আপনারা এখনো স্বাধীন হইতে পারেন নাই, আপনাদের আরও টাইম লাগবে। আপনারা এখনো স্বীকৃতির অপেক্ষায় আছেন, যেহেতু। 

পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীরা এদেশে যখন যার মাধ্যমেই আসেন, তারা আমাদের সম্মানিত অতিথি। তাদের সঙ্গে অনুগত আচরণ করবেন না মানে তাদের অবজ্ঞা, অবহেলা প্রদর্শন করতে হবে, এইটা বিদ্রোহীদের আচরণ। আপনি তাদের সঙ্গে কীসের বিদ্রোহ দেখাইতেছেন? কেন? এই ধরনের আচরণ পাকিস্তানি লেখক, কবি, বুদ্ধিজীবীদের প্রতিও অনেকে করেন। দুইটাই খারাপ। লেখক: কবি